
রবিবার ২৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: শহর কলকাতার আর এক নাম সিটি অফ জয়। সমৃদ্ধ সংস্কৃতি, সোজা সরল জীবনের জন্য প্রসিদ্ধ শহর কলকাতা। শুধু তাই নয় কলকাতা বহু সরকারি ও বেসরকারি শিল্পের কেন্দ্রবিন্দু। যার মধ্যে রয়েছে স্টিল, সিমেন্ট, খনি শিল্প। শহর কলকাতার এই অগ্রগতির সঙ্গে এই শহর হয়ে উঠেছে বহু বিলিওনেয়ারের বাসস্থান। ভারতের প্রথম দশটি ধনী শহরের মধ্যে রয়েছে কলকাতার নামও। কিন্তু বর্তমানে শহর কলকাতার সবথেকে ধনী ব্যক্তি কে? তিনি হলেন শ্রী সিমেন্টের প্রাক্তন চেয়ারম্যান বেণুগোপাল বাঙুর।
বর্তমানে তাঁর মোট সম্পত্তির পরিণাণ ৫৫,৭৩২ কোটি টাকা। জন্মসূত্রে মারোয়াড়ি এবং রাজস্থানের বাসিন্দা হলেও এখন আপামর কলকাতার বাসিন্দা তিনি। তবে মারোয়াড়ি হওয়ার কারণে ব্যবসার গুণ তাঁর রক্তে। ১ জানুয়ারি, ১৯৩১ সালে এক ব্যবসায়িক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন বেণুগোপাল। স্কুলের শিক্ষার পর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কমার্সে স্নাতক ডিগ্রি অর্জন করেন বেণুগোপাল। পঞ্চাশ এবং ষাটের দশকে বাঙুর পরিবার ভারতের অন্যতম পরিচিত ব্যবসায়িক পরিবারের তালিকায় উঠে আসে। তারপরেই ১৯৭৯ সালে জয়পুরে প্রতিষ্ঠিত হয় শ্রী সিমেন্ট। পরবর্তীতে শ্রী সিমেন্টের সদর দপ্তর স্থানান্তরিত হয় কলকাতায়।
১৯৯০-এর দশকে বেণু গোপাল শ্রী সিমেন্টের দায়িত্ব গ্রহণ করেন এবং পরবর্তীকালে ভারতের অন্যতম শীর্ষ সিমেন্ট কোম্পানি হয়ে ওঠে শ্রী সিমেন্ট। পরিণত করেন। ২০২২ সালের অক্টোবরে চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন বেণুগোপাল। তাঁর উত্তরসূরী হিসেবে পুত্র হরিমোহন বাঙুর শ্রী সিমেন্টের দায়িত্ব নেন। বেণুগোপাল বর্তমানে অবসর জীবন উপভোগ করছেন এবং কলকাতার একটি বিলাসবহুল প্রাসাদে বসবাস করছেন। তাঁর বাড়িটি ৫১,০০০ বর্গফুটের বেশি এলাকা জুড়ে বিস্তৃত, যেখানে একটি হোম থিয়েটার এবং জিম রয়েছে বলে জানা গিয়েছে।
চরবৃত্তির ইতিহাসে নতুন অধ্যায়! লাস্য-যোগে অপরাধ, অর্থলোভ না কি মনস্তত্ত্ব?
‘এখানেই শেষ নয়, আবারও পাহাড় জয় করতে বেরোব’, কলকাতায় ফিরে জানালেন কনস্টেবল লক্ষ্মীকান্ত
লরির চাকায় পিষল শিশুর মাথা, মর্মান্তিক দুর্ঘটনা মহেশতলায়
ফের নৃশংস র্যাগিং-এর অভিযোগ যাদবপুরে! এবার অভিযোগ দুই 'প্রাক্তন' এসএফআই কর্মীর বিরুদ্ধে
পোশাক আর দাড়ি দেখেই ইন্টার্নকে ‘জঙ্গি’ বলে দাগিয়ে দিলেন অধ্যাপক? মেডিক্যাল কলেজে তৈরি অনুসন্ধান কমিটি
শিয়ালদহ বা হাওড়ার ছবি তুললেই বিশাল বিপদ? নতুন নিয়ম জেনে সাবধান হোন
বৈঠকে কাটল জট, তিন দিনের ধর্মঘট থেকে পিছিয়ে এল বাস মালিক সংগঠন
ভারত–পাক সংঘাতের আবহে কলকাতার আকাশে রহস্যময় একাধিক ড্রোন, এল কোথা থেকে?
রবীন্দ্র সরোবরে গাছ পড়ে মর্মান্তিক মৃত্যু এক ব্যক্তির
কবিগুরুর জন্মদিন উপলক্ষ্যে সিংহী পার্কের বিশেষ আয়োজন ‘কবি প্রণাম’
দেশের হয়ে কথা বলবেন বিদেশে, প্রতিনিধি দলে থাকছেন অভিষেক ব্যানার্জি
কলকাতা পুলিশের কনস্টেবল পা রাখলেন মাউন্ট এভারেস্টে, অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রীও
নতুন করে আলোচনার কোনও অবকাশ নেই, হঠকারি জায়গা থেকে সরে এসে সরকারের সঙ্গে সহযোগিতা করুন: ব্রাত্য
রহস্য না কি সম্মিলিত অপরাধ: চকোলেট কাড়ছে শৈশব, কীভাবে?
আন্দোলন করার অধিকার সকলের আছে, কিন্তু তা কখনও উগ্র, হিংস্র হয় না: অভিষেক